হ্যান্ড জিওমেট্রি কি ? কিভাবে কাজ করে ?
মানুষের হাতের
আকৃতি ও জ্যামিতিক গঠনে ভিন্নতা দেখা যায়। হান্ড জিওমেট্রি পদ্দতিতে বায়োমেট্রিক ডিভাইস
দ্বারা মানুষের হাতের আকৃতি বা জ্যামিতিক গঠন ও সাইজ নির্ণয়ের মাধ্যমে মানুষকে সনাক্ত
করা হয়। এই পদ্দতিতে হান্ড জিওমেট্রি রিডার একই সাথে ৩১,০০০ এর বেশি পয়েন্ট এবং ৯০
টির বেশি আলাদা আলাদা পরিমাপ পরীক্ষা করতে
পারে।এখানে হাতের দৈর্ঘ্য ,প্রস্ত,পূরত্ব
ইত্যাদি পরিমাপ করা হয়। এই পদ্দতিতে ব্যবহারকারীর হাতটি রিডারের নির্দিষ্ট স্থানে রাখার
পর বায়োমেট্রিক ডিভাইসে ৫ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে ডেটাবেজে সংরক্ষিত মানের সাথে
প্রাপ্ত মানের সাথে পরীক্ষা করে ফলাফল প্রদান করে থাকে।
বিভিন্ন প্রতিষ্টানে
চাকুবীজীবীদের উপস্থিতি নির্ণয়ে,বিল্ডিং বা কক্ষের প্রবেশদ্বারে, শিক্ষা প্রতিষ্টানের
লাইব্রেরি,বিভিন্ন ডেটা সেন্টার ,আদালতে আসামি সনাক্তকরণ ইত্যাদি গুরুত্বপূর্ণ ক্ষেেএ
হান্ড জিওমেট্রি পদ্বতি ব্যবহার করা হয়। ব্যবহারকারীদের জন্য এই পদ্বতিটি ব্যবহার করা
সবচেয়ে সহজ ,কারণ হাতটি একটি নির্দিষ্ট স্থানে রাখা ব্যতিত কোন কিছুই করার প্রয়োজন
হয় না। হান্ড জিওমেট্রি ডিভাইসগুলির দাম তুলনা মূলকভাবে বেশি এবং ইন্সটলেশন খরচও বেশি।
আশা করছি টিউনটি আপনাদের ভালো লেগেছে। দোয়া করবেন যাতে এটার ধারাবাহিকতা
বজায় রাখতে পারি। আল্লাহ হাফেজ।



thanks mr. engineer...
ReplyDeletethanks mr. engineer...
ReplyDeleteAwesome..............
ReplyDeletegood
ReplyDeleteধন্যবাদ
ReplyDeleteহুম
ReplyDelete